কুড়ি বছর শেষে

চেয়েছিলাম এতটুকু যায়গা
তোমায় দিলাম, বলেছিলে,
পুরোটাই আমার নাকি
আষাড়ে, রঙ মাখানো গল্প।

কুড়ি বছর শেষে, পেলাম দখল
অবশেষে, এক বিশাল জমিন,
পুরোটাই মিথ্যে ঘৃনায় ভরা
ভালোবাসা অল্প।

আধার আমার রাস্তা দেখায়

আধার আমার রাস্তা দেখায়
ভ্রষ্ট করে আলো।
কাছের সবাই মুখোশ পরা
দুরের সুতাই ভালো।

চলছি হেটে একলা পথে
সাথে আলোর শীর্ণ ছায়া।
বুকের খাচা আত্ম রথে
পথ হারানো জীর্ণ কায়া।

চাদের আলো কর্জ করে
কিরণ দিয়ে যাই।
সবার মাঝে আমি আছি
আমার মাঝেই নাই।

যাই দূরে সরে

ক্ষণে ক্ষনে আমি যাই দূরে সরে
হবে দেখা একক অচেনা প্রান্তরে।

সেথায় যেথায় জ্যোৎস্না হারায়
তিমির রাতে সাঝের মায়ায়।

সেথায় যেথায় জোনাক জ্বলে
সুর্য ডোবে জলের তলে।

সেথায় যেথায় বিজলী লুকায়
নদীর বাকে মেঘের ডানায়।

সেথায় যেথায় মাটির ঘ্রানে
বাদল জাগে প্রাচীন প্রানে।

ছুটছি আমি তোমার পানে
যাই সরে যাই তারার টানে।

বহ্নি হয়ে ফিনিক ছোটাও

বহ্নি হয়ে ফিনিক ছোটাও, আমার আঙ্গিনায়
অপার হয়ে বাহির হলেম, তোমায় ছোঁব তাই।
অটুট করে বাধবো প্রাণে, অবাধ কামনায়
হাত ভর্তি তোমার আভায়, ধরতে গেলাম নাই।