আধার আমার রাস্তা দেখায়
ভ্রষ্ট করে আলো।
কাছের সবাই মুখোশ পরা
দুরের সুতাই ভালো।
চলছি হেটে একলা পথে
সাথে আলোর শীর্ণ ছায়া।
বুকের খাচা আত্ম রথে
পথ হারানো জীর্ণ কায়া।
চাদের আলো কর্জ করে
কিরণ দিয়ে যাই।
সবার মাঝে আমি আছি
আমার মাঝেই নাই।
আধার আমার রাস্তা দেখায়
ভ্রষ্ট করে আলো।
কাছের সবাই মুখোশ পরা
দুরের সুতাই ভালো।
চলছি হেটে একলা পথে
সাথে আলোর শীর্ণ ছায়া।
বুকের খাচা আত্ম রথে
পথ হারানো জীর্ণ কায়া।
চাদের আলো কর্জ করে
কিরণ দিয়ে যাই।
সবার মাঝে আমি আছি
আমার মাঝেই নাই।