বহ্নি হয়ে ফিনিক ছোটাও, আমার আঙ্গিনায়
অপার হয়ে বাহির হলেম, তোমায় ছোঁব তাই।
অটুট করে বাধবো প্রাণে, অবাধ কামনায়
হাত ভর্তি তোমার আভায়, ধরতে গেলাম নাই।
বহ্নি হয়ে ফিনিক ছোটাও, আমার আঙ্গিনায়
অপার হয়ে বাহির হলেম, তোমায় ছোঁব তাই।
অটুট করে বাধবো প্রাণে, অবাধ কামনায়
হাত ভর্তি তোমার আভায়, ধরতে গেলাম নাই।