ক্ষণে ক্ষনে আমি যাই দূরে সরে
হবে দেখা একক অচেনা প্রান্তরে।
সেথায় যেথায় জ্যোৎস্না হারায়
তিমির রাতে সাঝের মায়ায়।
সেথায় যেথায় জোনাক জ্বলে
সুর্য ডোবে জলের তলে।
সেথায় যেথায় বিজলী লুকায়
নদীর বাকে মেঘের ডানায়।
সেথায় যেথায় মাটির ঘ্রানে
বাদল জাগে প্রাচীন প্রানে।
ছুটছি আমি তোমার পানে
যাই সরে যাই তারার টানে।