চেয়েছিলাম এতটুকু যায়গা
তোমায় দিলাম, বলেছিলে,
পুরোটাই আমার নাকি
আষাড়ে, রঙ মাখানো গল্প।
কুড়ি বছর শেষে, পেলাম দখল
অবশেষে, এক বিশাল জমিন,
পুরোটাই মিথ্যে ঘৃনায় ভরা
ভালোবাসা অল্প।
চেয়েছিলাম এতটুকু যায়গা
তোমায় দিলাম, বলেছিলে,
পুরোটাই আমার নাকি
আষাড়ে, রঙ মাখানো গল্প।
কুড়ি বছর শেষে, পেলাম দখল
অবশেষে, এক বিশাল জমিন,
পুরোটাই মিথ্যে ঘৃনায় ভরা
ভালোবাসা অল্প।